মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগ ৬৫ জেলেকে উদ্ধার করে বাড়িতে পাঠালেন।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার পঠিত

 

আল-হুদা মালী  স্টাফ রিপোর্টারঃ

দুর্যোগপুর্ন আবহাওয়া বঙ্গপোসাগরে মাছ ধরাতে যাওয়া জেলেরা বিপাকে পড়ে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আওতায় স্মার্ট পেট্রোলিং টিমের নিয়মিত টহল কালে তাদের অবস্থা দেখে মানবিক সহযোগিতা এগিয়ে আসার কারনে ঘরে ফিরতে সক্ষম হয়েছে ৬৫ জেলে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা এর সুযোগ্য বিভাগীয় বন কর্মকর্তা, ড. আবু নাসের মোহসিন হোসেন মহোদয়ের নির্দেশনায় সহাকারী সাতক্ষীরা বন সংরক্ষক এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জের তত্ত্বাবধানে সাতক্ষীরা স্মার্ট পেট্রোলিং টিম-০২ এর টিম লিডার মো: স্বাদ আল জামি এর নেতৃত্বে নিয়মিত টহলকালে গত ২০ আগস্ট রোজ শনিবার আনুমানিক সকাল ১০টার সময় মালঞ্চ নদী হয়ে খোবরাখালীর ভারানী থেকে মাহমুনা নদীর দিকে যাওয়ার পথে স্মার্ট টিম ট্রলার দেখতে পায়। স্মার্ট টিম ফিশিং ট্রলারের কাছাকাছি গেলে তারা কান্নায় ভেঙ্গে পড়ে এবং বলতে থাকে যে, আমাদের ০৫ (পাঁচ) টি ফিশিং ট্রলারের মধ্যে ০২ টি ট্রলার সাগরের বড় বড় ঢেউ, প্রবল প্রোত ও ঝড়ো হাওয়ার আঘাতে পানিতে ডুবে যায়। ০২ টি ট্রলারের মধ্যে ২০-২৫ জন জেলে ছিল। আমাদের সামনেই ০২ টি ট্রলার ডুবে যায় এবং আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমরা কিভাবে এখানে এসেছি তা আমরা নিজেও জানিনা।


আমাদের প্রয়োজনীয় খাবার পানির সংকট রয়েছে। তাৎক্ষনিক ভাবে মোঃ স্বাদ আল জামি স্মার্ট পেট্রোলিং টিম লিডার-০২ ট্রলারসহ জেলেদেরকে নিজ হেফাজতে নিয়ে রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ মাহোদয়ের সাথে যোগাযোগ করেন। রেঞ্জ কর্মকর্তার নির্দেশনাক্রমে জেলেদেরকে উদ্ধার পূর্বক রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। উদ্ধারকৃত ট্রলার সমূহের মধ্যে দুইটিতে ১৫(পনের) জন করে ৩০ (ত্রিশ) জন এবং একটিতে ১১ (এগার) জনসহ মোট ৪১ (একচল্লিশ) জ আছে। ৩(তিন) টি ট্রলারের নাম এফ.বি. মায়ের দোয়া, এফ.বি লাকি ও এফ.বি.ভাই ভাই। তাছাড়াও শনিবার সন্ধ্যা আনু: ৮ টার সময় স্মার্ট টিম হলদেবুনিয়া রায়মঙ্গল নদী হতে ভাসমান ২৪ (চব্বিশ) জন ছেলেকে উদ্ধার করে হলদেবুনিয়া অফিস হেফাজতে নিয়ে আসেন ও তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তাকে ওয়্যারলেস বার্তায় অবহিত করেন। রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বাকি ২৪ (চব্বিশ) জন জেলেকে হলদেবুনিয়া হতে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।

জেলেদের নিকট হতে জানা যায় গত ১৯ আগস্ট নিম্নচাপের প্রভাবের কারণে তারা দুর্বিপাকে পড়েন। এছাড়াও সাতক্ষীরা রেঞ্জের অন্যান্য টহল ফাঁড়িও উদ্ধার কাজে নিয়োজিত আছেন। উদ্ধার কৃত জেলেরা বলেন, বন বিভাগের এই সহযোগিতায় আমাদের উদ্ধার এর পর খাদ্য সহয়তা সহ সকল সুবিধা প্রদান করায় আমরা খুশী।

উদ্ধার কৃত জেলের মধ্যে আল্লারদান ফিশিং নৌকার মাঝি নাসির জানান, আমরা সাগরে মাছ ধরতে গিয়ে আবহাওয়ার সমস্যার কারনে স্বাভাবিক পরিস্থিতির অবনতি হওয়ায় যাওয়ায় আমরা ভাসতে ভাসতে আসার সময়ে বন বিভাগের মানবিক সহযোগিতার কারনে আজ আমরা ঘরে ফিরতে পেরেছি।

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম,কে,এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের সকল স্টেশন ও ক্যাম্পের কর্মকর্তা/ কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মত ভয়াবহ প্রাকৃকিত দুর্যোগের মধ্যেও নদী বেষ্ঠিত সুন্দরবন রক্ষার কাজে সর্বদা নিয়োজিত আছেন। এ সাফল্য বন বিভাগ তথা সরকারের। আপনারা সংবাদ কর্মী ভাই ও বোনেরা এ সংক্রান্ত আরোও তথ্য সরবরাহ করলে আমরা তড়িৎ উদ্ধার কাজে অংশ গ্রহণ করব। সুন্দরবন সব সময় নিজের বুঝ পেতে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে আমাদের জান মাল রক্ষা করে। তাই সুন্দরবনকে রক্ষার দায়িত্ব আমাদের সবার। সংবাদ সম্মেলনে অংশ গ্রহন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জয় বাংলা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।