আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১৭ মার্চ বিকাল ৪টায় পিএন স্কুল মাঠে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্রর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, শিল্প বাণিজ্যিক সম্পাদক এজাজ আহমেদ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আজাহারুল ইসলাম, কৃষি সমবায় সম্পাদক মুনসুর আহমেদ, সদস্য এসএম শওকত হোসেন, নাজমুন আসিফ মুন্নী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, মীর মোস্তাক আলী, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা রুবি, শ্রমিক লীগের আহবায়ক আব্দল্লা সরদার, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সিমা, তাতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির মুক্তির প্রতীক। তার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। তিনি যুদ্ধ বিধস্ত বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু ঘাতকরা তার স্বপ্ন পূরণের মাঝপথে তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে সামনে জাতীয় সংসদ নির্বাচন সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট চাইতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।