মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান

সাতক্ষীরা-৪ আসনে নৌকার মাঝি দোলন কালিগঞ্জ উপজেলা যুবলীগের আনন্দ মিছিল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ থেকেঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। রোববার (২৬ নভেম্বর) এই তালিকায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন।

এই খবরে কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ ও প্রতিটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন উপজেলার মেইন মেইন সড়কে রবিবার সন্ধ্যায়।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান।

তিনি বলেন, সাতক্ষীরা ৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এস.এম. আতাউল হক দোলন নৌকা পাওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছে, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন, এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আমির আলী খান,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক লক্ষণ ঘোষ,ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোর্তজা আহমেদ, রতনপুর ইউনিয়ন যুবলীগের এবাদুল ইসলাম ও শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগ ও উপজেলার ১২ টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।