শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে পবিত্র কুরআনের সবক ও পুরস্কার বিতরণী । ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর জেলা কমিটি অনুমোদন মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড কালিগঞ্জের মৌতলায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

সাদপন্থীদের বিচারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদী জনতা। উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুময়া উপজেলা সদরের বাইপাস সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তাবলীগ জামাত যুগে যুগে ইসলাম প্রচার করে আসছে। সাদপন্থী কিছু বাতেল তাবলীগকে কুলোশিত করতে মাঠে নেমেছে এরা বাতেল, এদের স্থান এইদেশে হবে না। সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমাদের উপজেলায় যদি সাদপন্থী কেউ থাকে তাহলে তওবা করে ঐ বাতেল থেকে ফিরে আসতে হবে। কোন বাতেলদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। বক্তারা আরও বলেন, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকা মুসলিমদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলায় চারজন সাথী ভাই শহীদ হয়েছেন। এর আগে এই বাতেলরা ২০১৮ সালে সন্ত্রাসী হামলা চালিয়েছিলো। অনতিবিলম্বে সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা হলে এই তাওহিদী জনতা দুর্বার আন্দোলন গড়র তুলবে। উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি ইমরান হুসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মওলানা মুফতি মফিজুর রহমান, মাওলানা নেছারউদ্দিন বিন জহুরুল হক, উপজেলা মডেল মসজিদের ঈমাম মুফতি রবিউল ইসলাম। এছাড়াও মাওলানা আব্দুল হান্নান, মুফতি আবু সাইদ, মাওলানা জিন্নাত আলী, মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা জুনায়েদ হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুদ্দীন, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস শুকুর প্রমূখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।