মির্জাপুর প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সাফর্ত্তা গ্রামের ফুটবল মাঠের বেড়া খুলে দেওয়া হয়েছে এমন তথ্য জানালেন সাফর্ত্তা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আম্বার আলী খানের ছেলে মনির হোসেন। তিনি আরো বলেন যারা বিভিন্ন ভাবে আমার ও আমার পরিবারের নামে অপপ্রচার করেছেন আমি সাফর্তা মাঠে বেড়া দিয়েছি। দেওয়েছি, অদ্য ০৩/১১/২০২৩ তারিখ আমি নিজে এবং ভাই মামাদের নিয়ে সদ উদ্দেশ্য নিয়ে বেড়া খুলে দিলাম।
তবে আমার সাফর্ত্তা গ্রামবাসীর নিকট বিনয়ের সাথে অনুরোধ করছি , বেড়াটি আবারও যেন পুনরায় না হয় সে ব্যবস্থা দ্রুত গ্রহন করুন। আমি আরো আশা করি আমার গ্রাম আমার অহংকার। তবে এ-ই মাঠে আপনারা আমি সকলেই মিলে সুন্দর একটি সমাধান করা হোক। সাফর্ত্তা ফুটবল খেলার মাঠ আগেও ছিল এখনো আছে সামনে ধরে রাখার দায়িত্ব সকলের। আশা করি সাফর্ত্তা গ্রামবাসী সকলে মিলে খুব সুন্দর একটি সাফর্ত্তা ফুটবল খেলার মাঠ তৈরি করে নিবেন। ইতিমধ্যে যারা আমার ও আমার পরিবারের নামে অপপ্রচার চালানো হয়েছে আমি তীব্র প্রতিবাদ জানাই।