মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের ৬ কৃতি ফুটবল খেলোয়ারকে জেলা প্রশাসনের সংবর্ধনা

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 

 

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ (অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯)’র ৬ কৃতি ফুটবল খেলোয়ারকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার দেয়া হয়।

এসময় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ (অনুর্ধ্ব-১৯)’র কৃতি খেলোয়ার ও নুসরাত জাহান মিতু ও তৃষ্ণা রানী এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ (অনুর্ধ্ব-১৬)’র কৃতি খেলোয়ার ইয়ারজান বেগম, শিউলী রাণী, বৃষ্টি রায় ও আলপি বেগমের হাতে তুলের তোড়া, ক্রেস্ট ও ইদ উপহার তুলে দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ (অনুর্ধ্ব-১৯)’র কৃতি খেলোয়ার ও নুসরাত জাহান মিতু ও তৃষ্ণা রানী এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ (অনুর্ধ্ব-১৬)’র কৃতি খেলোয়ার শিউলী রাণী, বৃষ্টি রায় ও আলপি বেগমের বাড়ি জেলার বোদা উপজেলায়। এই ৫ কৃতি খেলোয়ার বোদা ফুটবল একাডেমীতে অনুশীলন ও প্রশিক্ষণ নিয়ে জাতীয় দলে খেলার সুযোগ পায়।

এছাড়া সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ (অনুর্ধ্ব-১৬)’র কৃতি খেলোয়ার ইয়ারজান বেগমের বাড়ি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে। সে টুকু ফুটবল একাডেমীতে অনুশীলন ও প্রশিক্ষণ নিয়ে জাতীয় দলে খেলার সুযোগ পায়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, টুকু ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আবু তারেক ওরফে টুকু রেহমান, বোদা ফুটবল একাডেমীর পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, জেলা ক্রিয়া কর্মকর্তা গৌতম রায় সহ গণমাধ্যেম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাফ অনুর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের গোলরক্ষক ইয়ারজান বেগম তার উঠে আসার গল্পে বলেন, আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মা ও টুকু ফুটবল একাডেমীর কোচ টুকু রেহমানকে। আমি খুব কষ্ট করে পঞ্চগড়ে ফুটবল প্রাকটিস করতে আসতাম। ভাড়ার টাকা ছিলনা। বাবা মা ও কোচের সহযোগীতায় অনেক কষ্টে অনুশীলন করে জাতীয় দলের হয়ে খেলে দেশকে সাফ অনুর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন করতে পেরে নিজেকে ভাল লাগছে। অনেকে আমার বাবাকে বলতে এটা কি তোমার ছেলে নাকি মেয়ে? আমার বাবা বলতো সে আমার ছেলে ও মেয়ে দুটোই। এভাবেই নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে দেশের হয়ে খেলেছি। আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশকে আরো শিরোপা এনে দিতে পারি।

সাফ অনুর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলোয়ার শিউলী রাণী তার উঠে আসার গল্পে বলেন, আমরা যখন বোদা ফুটবল একাডেমীতে প্র্যাকটিস করতে আসতাম তখন অনেকে টিটকারী করে বলতে এরা ছোট ছোট পোশাক পড়ে, পুরুষের মত চুল কাটে। এদের কাজ তো বিয়ে করবে, সংসার করবে, রান্না-বান্না করবে। তখন আমার মন খুব খারাপ হতো। তবে মা আমাকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছিলেন। আমরা পারিবারিকভাবে খুবই অসচ্ছল। কষ্ট করে প্রশিক্ষণ নিয়ে আজ জাতীয় দলে খেলছি। আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশের জন্য কাপ নিয়ে এসে বাবা মা সহ সকলের মুখ উজ্জল করতে পারি।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, আমরা জেলার ৬ কৃতি সন্তান ও অনুর্ধ্ব-১৬ এর ৪ জন এবং অনুর্ধ্ব-১৯ এর ২ জন মোট ৬ জন নারী চ্যাম্পিয়নশীপের খেলোয়ারকে সংবর্ধনা দিতে পেরে আনন্দিত। ইতিমধ্যে আমরা ও অনুর্ধ্ব-১৬ এর গোলরক্ষক ইয়ারজান বেগমের পারিবারিক কথা চিন্তা করে একটি সেমি পাকা বাড়ি করে দিচ্ছি। এছাড়া বাকী কৃতি খেলোয়ারদের মধ্যে কারো পারিবারিক সমস্যা থাকলে সে বিষয়েও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এর আগে এই ৬ কৃতি খেলোয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছালে তাদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৮ই ফেব্রুয়ারী মাসের দেশের মাটিতে ১-১ (পেনাল্টি শ্যুাট আউটে ১১-১১) গোলে ভারতের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এবং চলতি বছরের ১০ই মার্চ নেপালের মাটিতে ভারতকে ১-১ (৩-২) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।