রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

সালথায় অ‌বৈধভা‌বে মা‌টি কাটার দায়ে ভ্রাম‌্যমান আদাল‌তে ৩ জ‌নের বিনাশ্রম কারাদন্ড।

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২১৪ বার পঠিত

আকাশ সাহাঃ (সালথা ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফারদপু‌রের সালথায় রা‌তের অন্ধকা‌রে অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাটার দা‌য়ে ৩ জনকে ‌বিনাশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছে ভ্রাম‌্যমান আদলত। উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের কামাই‌দিয়া এলাকায় বৃহস্প‌তিবার (২ মার্চ) দিবাগত রা‌ত সা‌ড়ে ১১টার দি‌কে মা‌টি কাটার সময় তা‌দের আটক ক‌রে কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা নিরাবাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হীন।

ভ্রাম‌্যমান আদালত সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে খবর আ‌সে, উপ‌জেলার বল্লভদী ইউ‌পির কামাই‌দিয়া এলাকায় অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাট‌ছি‌লো এক‌টি চক্র। সালথা থানা পু‌লি‌শের এসআই ফরহাদ হো‌সেনের নেতৃত্বে পুলিশ ও আনছার সদস‌্যদের এক‌টি বি‌শেষ টিম ঘটনাস্থলে পৌ‌ছে অবৈধভাবে মাটি খননের কাজে সম্পৃক্ত ৩ জনকে হাতেনাতে আটক ক‌রে।

আটককৃতরা হ‌লেন, স্থানীয় কামাই‌দিয়া এলাকার ন‌রেশ বিশ্বাসের পুত্র সমীর বিশ্ব‌াস (৪২) ও বিল্লাল শে‌খের পুত্র মোঃ আঃ শুকুর (২১) এবং ফ‌রিদপুর সদর উপ‌জেলার রামচন্দ্রপুর এলাকার বিজয় কুমার বিশ্বা‌সের পুত্র দুর্জয় কুমার বিশ্বাস (২১)। এসময় ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে আটককৃত‌দের প্রত্যেক‌কে ১৫‌দিন ক‌রে বিনাশ্রম কারাদন্ড দি‌য়ে ফ‌রিদপুর জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়।

উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী সাংবা‌দিক‌দের ব‌লেন,গোপন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি খন‌নের সময় হা‌তেনা‌তে ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, চলমান বিশ্বের পরিস্থিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। কৃষি জমির উপরিভাগের মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যহত হবে। এ বিষয় আমরা সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষি সমৃদ্ধ উপজেলা বিনির্মানে আমরা বদ্ধপরিকর। তাই কৃষি জমি ধ্বংস করে পুকুর তৈরি বা মাটি বিক্রির সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।