আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় একটি চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
সোমবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে অবস্থিত বাংলাদেশ হুংলি লিমিটেড নামক ওই কার্বন ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, চায়না কার্বন ফ্যাক্টরীর গোডাউনে রক্ষিত পাটকাঠিতে অগ্নিকান্ডে বস্তার ভেতরের কার্বন পুরো পুড়ে যায়।
তবে, ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক এবং
মালিকপক্ষের কোন লোকজন অগ্নিদগ্ধ হয়নি। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ফ্যাক্টরীটির মালিকপক্ষের লোকজনের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ
হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরিটির মালিকপক্ষ চায়নার লোকজন। তাদের দাবি, এ অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে,অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। সেটা তদন্ত করে দেখা হচ্ছে।