আকাশ সাহাঃ সালথা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাহাদাৎ হোসেনের নিজ অর্থায়নে মশা নিধনে কাগদী বাজার এলাকা ও কয়েকটি আশপাশের গ্রাম এলাকায় স্প্রে করতে দেখা গেছে।এই ব্যতিক্রমী উদ্যোগ কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। শুক্রবার দুপুর থেকে রাত অবধি এই স্প্রে করেন তিনি।
সাহাদাৎ হোসেন বলেন, আমি গত ২৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আমার এক আত্মীয় রোগী দেখতে গিয়েছিলাম। সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দেখে আমি হতভম্ব হই। হাসপাতালের বেডে জায়গা ছিলো না। হাসপাতালের ফুটপাত পর্যন্ত রোগী শুয়ে রয়েছে, এটা দেখেই নিজের মধ্যে এই আগ্রহর সৃষ্টি হয়। তখন থেকেই ভাবছি আমার নিজের এলাকার মানুষ কে ভালো রাখতে আমার এই ক্ষুদ্র চেষ্টা। সারা দেশের ডেঙ্গুর যে পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে তাতে এখন আমাদের সচেতন হতে হবে। আমি বলবো যার যার স্থান থেকে যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করতে হবে এই মশা নিধনে।