আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ঝড়ে বিধ্বস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম। শুক্রবার বিকাল ৫ টায় তিনি উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য নগদ ৫ হাজার টাকা, দেড় ভান ঢেউটিন, ২৫ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ২ লিটার সয়াবিন তেল দেন।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন কাজী, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী জাকির হোসেন (জাকু কাজী) যুবলীগ নেতা রাসেল খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মেজর (অবঃ) আতমা হালিম বলেন, সোনাতুন্দী গ্রাম আমার নিজের গ্রাম। এখানে ঘূর্ণিঝড়ে যে ক্ষতি হয়েছে তা বলে প্রকাশ করা যাবে না। আমি এদের মাঝে সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দেওয়ার জন্য। আমার গ্রামে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের প্রত্যেককে আমি আমার সামর্থ্য অনুযায়ী নতুন করে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি আমাদেরকে বলেছেন অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াবো ইনশাল্লাহ।
উল্লেখ্য ফরিদপুরের সালথায় ভারি বর্ষণের মধ্যে মাত্র তিন মিনিটের আকস্মিক ঝড়ে ২৫টি কৃষক পরিবারের অন্তত ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে এক বিধবা নারীর বসতঘরের ওপর বিশাল গাছ পড়ে ঘরটি মাটির সাথে মিশে গেছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিড়ে অন্ধকার হয়ে গেছে পুরো একটি গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ভয়াবহ ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।