বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান যাত্রীবাহী বাস অর্ধকোটি টাকা মূল্যের কোকেন হেরোইন উদ্ধার বোয়ালখালীতে সিএনজিসহ গরু চোর আটক সাতক্ষীরার দেবনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত তক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ নতুন বছরে উৎস সোস্যাল অরগানাইজেশানের শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে ডাম্পার চালিয়ে রাস্তা ক্ষতি সাধন করা যাবেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ফের বৃষ্টির আভাস বোয়ালখালীতে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৩১ টি মোবাইল ফোন উদ্ধার নগরঘাটা ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সালথায় ছাগলে গা‌ছের ছাল খাওয়া নি‌য়ে দুই প‌রিবা‌রের সংঘ‌র্ষে নিহত-১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৬৭৬ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ছাগলে মেহগ‌নি গা‌ছের ছাল খাওয়া নি‌য়ে দুই প‌রিবা‌রের সংঘ‌র্ষের ঘটনায় ম‌তিউর রহমান তারা (৪৮) না‌মের ব্যাক্তি নিহত হবার খবর পাওয়া গে‌ছে। উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের যোগার‌দিয়া গ্রা‌মে শ‌নিবার (২৪ ডি‌সেম্বর) বিকা‌লে এই ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষ সূ‌ত্রে জানা যায়, শ‌নিবার বিকা‌লে তাহ‌মিনা বেগম (৫৩) ও তার ছে‌লে সজল (২২) কে নি‌য়ে বা‌ড়ির পা‌শে সা‌বেক চেয়ারমান হা‌বিবুর রহমান হ‌বির বা‌ড়ির সাম‌নে সুপা‌রি সংগ্রহ কর‌তে যায়। সেখা‌নে তা‌দের বাগা‌নের মেহগ‌নি গা‌ছের ছাল উঠানো দেখ‌তে পে‌য়ে গা‌লিগালাজ ক‌রে। এসময় ম‌তিউর রহমান তারা ও তার দুই ছে‌লে, লে‌লিন ও প্রিন্স আগাইয়া আ‌সে। এসময় দুই প‌রিবা‌রের লোকজন এ‌গি‌য়ে গে‌লে তাহ‌মিনা ও তারার প‌রিবা‌রের সদস্যদের সা‌থে হাতাহা‌তি হয়।

ডাক চিৎকা‌রে দুই প‌রিবা‌রের আরও সদস্য আগাইওয়া গে‌লে গা‌ছের ডাল ও বাশঁ দি‌য়ে মারামা‌রি হ‌য়। এসময় ম‌তিউর রহমান তারা আহত হন। প‌রিবা‌রের সদস্যরা তা‌কে ফ‌রিদপুর হাসপাতা‌লে নেওয়ার প‌থে তি‌নি মারা যান।

‌নিহ‌তের ভাই আ‌জিজুর ব‌লেন, মেহগ‌নি গ‌ছের ছাল খাওয়া নি‌য়ে ওরা গা‌লিগালাজ করে এসময় ম‌তিউর রহমান তারার ছে‌লে এ‌গি‌য়ে গি‌য়ে গা‌লিগালাজ করার কারন জি‌জ্ঞেস কর‌লে, পাচু্র ছে‌লেরা ও ওহা‌বের ছে‌লেরা এবং ম‌হিলা‌দের সা‌থে ম‌তিউর রহমা‌নের ছে‌লে‌দের সা‌থে মারামা‌রি লা‌গে, তারা সেই মারামা‌রি ঠেকা‌তে গে‌লে উনা‌রে সহ ওরা মারধর ক‌রে। এসময় তি‌নি আহত হন।

মৃত ওহা‌বের স্ত্রী তাহ‌মিনা বেগম ব‌লেন, আমার ছোট ছে‌লে সজল কে নি‌য়ে সুপারি সংগ্রহ কর‌তে তারা‌দের বা‌ড়ির পা‌শে বাগা‌নে যাই, সেখানে আমা‌দের মেহগ‌নি গা‌ছের ছাল গরু/ছাগ‌লে খে‌য়ে ফেল‌ছে এই জন্য আমার ছে‌লে গা‌লিগালাজ ক‌রে, তারার ছে‌লেরা আ‌সে এরপর তারা ও আ‌ছে কোদাল নি‌য়ে আমার ছে‌লে‌কে মার‌তে গে‌ছে, হুম‌কি-ধাম‌কি দেয়, সে আ‌গে থে‌কেই স্টো‌কের রু‌গি চিল্লা‌চি‌ল্লি করার কার‌নে সে স্ট্রোক ক‌রে প‌ড়ে যায়।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দি ব‌লেন, খবর পে‌য়ে পুু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি সান্ত ক‌রে, এলাকার প‌রি‌বেশ সান্ত রাখ‌তে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইনগত ব্যাবস্থা প‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

One thought on "সালথায় ছাগলে গা‌ছের ছাল খাওয়া নি‌য়ে দুই প‌রিবা‌রের সংঘ‌র্ষে নিহত-১"

  1. মিরাজ says:

    অপরাধিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করি

Comments are closed.

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।