আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩, ২৫শে মার্চ গণহত্যা দিবস-২০২৩ এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায়, আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস সহ অগ্নিঝরা মার্চের সকল অনুষ্ঠানই যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে সকলেই মতামত প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইফতেখার আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, নবকাম পল্লী কলেজে অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, বিভাগদী শহীদ সৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।