আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। দুর্যোগ ব্যপস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার(৯ মার্চ) বেলা ১০টার দিকে দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে মহড়া ও র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্য রাজ্জাক হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মহড়ায় গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন জায়গাতে আগুন নেভানোর উপায়, তেলের ড্রামে আগুন লেগে গেলে তা দ্রুত নেভানোর উপায়, বসতবাড়িতে অগ্নিকান্ডে আগুন নেভানোর উপায় সহ বিভিন্ন দুর্যোগের প্রস্তুতির মহড়া প্রদর্শন করা হয়।