আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে রবিবার (২৬ শে মার্চ) দিনব্যাপী নানা অনুষ্ঠান ছিল চোখে পরার মত।
দিনের শুরুতে সালথা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয় এর পর উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে এরপর পর্যায়ক্রমে আওয়ামীলীগ ও সালথা থানা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সালথা উপজেলা চত্বর থেকে সকাল সাড়ে ৯টায় স্বাধীনতা র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলন এর পর সালথা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ষ্টেশন সালথা, উপজেলা আনছার ও ভিডিপি এর পরিবেশনায় কুচওয়াজ প্রদর্শিত হয়। এর আগে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়।
বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্তরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা দেওয়া হয়। এরআগে মহিলাদের জন্য ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের এর সভাপতিত্বে এসময় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সালথা থানা ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।