শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে ডিপ্লোমা সার্ভেয়ারদের ৩দিনের অর্ধবেলা কর্মবিরতির মধ্য দিয়ে শেষ হলো অবস্থান ধর্মঘট কালিগঞ্জে ৪৯ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসবের শেষ প্রস্তুতি কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন কাদের সভাপতি,সম্পাদক জামসেদ বকশীগঞ্জে পিতৃ পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে যুব অধিকার পরিষদের কমিটি গঠন  মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোল টেবিল বৈঠক সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন 

সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২২৮ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গোৎসব ২০২২ইং উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতার। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

উক্ত পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রুপা বেগম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ শীল প্রমুখ। এছাড়াও আনসারের সদস্যবৃন্দ উপস্থিত।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যেকোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দূর্গা পূজায় শান্তি, শৃঙখলা বজায় রাখার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত আছে, প্রতিটি পূজা মন্ডপেই ২৪ ঘন্টা স্বেচ্ছাসেবক, ভ্রাম্যমাণ টিম, আনসার সদস্য ও পুলিশের সদস্য’রা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।