আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া হাটের সরকারী জায়গায় নির্মাণাধীন ৩টি অবৈধ স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে মাঝারদিয়া হাটে এ অভিযান চালানো হয়।
এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ খলিলুর রহমান,মাঝারদিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আসলাম মোল্লা, সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাসসহ পুলিশ অন্যান্য
সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমশিনার (ভূমি) শাহাদাৎ হোসেন বলেন, মাঝারদিয়া হাটে তোহা বাজারের জন্য নির্ধারিত স্থানে নির্মাণাধীন ৩টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। উপজেলার যেকোন স্থানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণে এ অভিযান অব্যাহত থাকবে।