সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি এলাকায় এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগি ঐ যুবকের নাম মোঃ রোমান ফকির, সে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকার মিজান ফকিরের পুত্র। বুধবার (৮ ফেব্রয়ারি) দুপুরে দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই সালথা থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগি ঐ যুবক।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২ টার দিকে পার্শবর্তী বিনোকদিয়া বাজার থেকে পাওনা টাকা নিয়ে মোঃ রোমান ও তার মামা মোকাদ্দেস হোসেন তাদের বাড়ির দিকে ফিরছিলো। পথিমধ্যে আশ্রয়ণ প্রকল্পের সামনে স্থানীয় রাজু আহমেদ উজ্জল সহ কয়েকজন তাদের বহনকারী মটরসাইকেলে পেছন থেকে প্রাইভেটকার দিয়ে ধাক্কা দিলে রোমান ও তার মামা রাস্তার পাশে পরে যায়।
তখন গাড়ি থেকে নেমে রাজু আহমেদ উজ্জল ও সঙ্গীয় লোকজন রোমানের উপর হামলা করে,পরে ভুক্তভোগি ঐ যুবক থানায় অভিযোগ করেন।
এই বিষয়ে জানতে চাইলে রাজু আহমেদ উজ্জল মুঠোফোনে বলেন, এই সব মিথ্যা কথা ও ভিত্তিহীন আমি খুব সকালে কাজের জন্য ঢাকায় চলে এসেছি। আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে হায়দার মোল্যা দূর্ণীতি করায় আমি প্রতিবাদ করলে আমার বিরুদ্ধে তারা মামলা করে এবং বিভিন্ন ধরণের কুৎসা রটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সালথা থানার অপারেশন অফিসার এসআই আওলাদ হোসেন জানান, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।