আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে ওঠান বৈঠকে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু,সৈয়দ আলী মেম্বার, মোঃ কবির মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমদাদুল হক নায়েচ সহ অনেকেই।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৫ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, নৌকা উন্নয়নের প্রতিক এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমার মায়ের অসমাপ্ত কাজ সম্পুন্ন করতে সহোযোগীতা করুন। আমি কথা দিচ্ছি আমার মায়ের সৈয়দা সাজেদা চৌধুরীর মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।