বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

সালথার দানবীর বীর মু‌ক্তি‌যোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর ১১তম মৃত্যু বা‌র্ষিকী আজ

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

 

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার সালথা সদ‌রের বীর মু‌ক্তি‌যোদ্ধা, বি‌শিষ্ঠ আওয়ামীলীগ নেতা, দানবীর মরহুম চে‌ৗধুরী ইউনুস আলীর ১১তম মৃত্যু বার্ষিকী আজ। ২০১২ সা‌লের ৩০ শে আগষ্ট আজ‌কের এই দিনে সবাই‌কে কা‌দি‌য়ে‌ তি‌নি না ফেরার দে‌শে পা‌ড়ি জমান।

মরহুম চৌধুরী ইউনুস আলী সালথা সদর এলাকায় দানবীর হি‌সে‌বে প‌রি‌চিত ছি‌লেন। সালথা বাজার, সালথা থানা, সালথা সরকা‌রি ক‌লেজ, সালথা ম‌ডেল সরকা‌রি মাধ্য‌মিক বিদ্যালয়সহ অসংখ্য সামা‌জিক ও ধর্মীয় প্র‌তিষ্ঠা‌নে মরহুম চৌধুরী ইউনুস আলী জ‌মি দান ক‌রে গে‌ছেন। তি‌নি সালথা মাধ্য‌মিক বিদ্যালয়, সালথা বাজার ব‌নিক স‌মি‌তি, সালথা বাজার জা‌মে মসি‌জিদসহ বি‌ভিন্ন প্র‌তিষ্ঠা‌নে দীর্ঘদিন যাবত সভাপ‌তি ও গুরুত্বপূর্ণ দা‌য়িত্ব পালন ক‌রেন। ১৯ শতে‌কের ৮০ দশ‌কে তৎকা‌লিন সম‌য়ে অ‌বিভক্ত নগরকান্দা বর্তমান সালথা উপ‌জেলায় বাংলা‌দেশ জাতীয় সংস‌দের সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরী মরহুম চৌধুরী ইউনুস আলীর হাত ধ‌রেই অত্র এলাকায় আওয়ামীলীগের প্রচার প্রচারণা শুরু ক‌রেন। সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরী মরহুম চৌধুরী ইউনুস আলীর সমপ‌র্কে খালা হন এবং সংসদ উপ‌নেতার আস্থাভাজন ব্যা‌ক্তি ছি‌লেন। বর্তমা‌নে সালথা এলাকায় আওয়ামীলীগ খুবিই শ‌ক্তিশালী।

মরহুম চৌধুরী ইউনুস আলীর দুই ছে‌লে দুই মে‌য়ে, বড় ছে‌লে চৌধুরী সা‌ব্বির আলী সালথা উপ‌জেলা আওয়ামীলীগের সাংগঠ‌নিক সম্পাদক তরুন রাজনী‌তিবীদ ও সমাজ সেবক হি‌সে‌বে বাবার দেখানো প‌থেই হাট‌ছেন। ছোট ছে‌লে চৌধুরী ফজ‌লে রা‌ব্বি ঢাকায় এক্স‌পোর্ট ইম‌পোর্ট এর ব্যবসা ক‌রেন। বড় মে‌য়ে শার‌মিন চৌধুরী তরুন ম‌হিলা উদ্দোক্তা, ছোট মে‌য়ে মারাজানা চৌধুরী একজন ফ্যাসন ডিজাইনার। স্ত্রী শি‌রিন মহল চৌধুরী সালথা সরক‌ারি প্রাথমিক বিদ্যাল‌য়ের সভাপ‌তি হি‌সে‌বে দীর্ঘ‌দিন যাবত সুনা‌মের সা‌থে দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছেন। প‌রিা‌রের সকল সদস্য মিষ্টভা‌ষি।

বীর মু‌ক্তি‌যোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর ১১তম মৃত্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে মরহুমের প‌রিবা‌র ও চৌধুর‌ী ইউনুস আলী স্মৃতি ফাউ‌ন্ডেশন এর পক্ষ থে‌কে বি‌ভিন্ন কর্মসূ‌চি হা‌তে নেওয়া হ‌য়ে‌ছে। কোরআন থে‌কে তেলয়াত,জি‌কির আজগার,মিলাদ ও দোয়া মাহ‌ফিল, এ‌তিম ও অসহায় শিশু‌দের মা‌ঝে খাবার বিতরণসহ নানা উদ্দোগ নেওয়া হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।