আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম। তিনি ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মর্জিনা বেগম পেয়েছেন ৩ ভোট। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সাইফুল ইসলাম দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি।
সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বলেন, নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। এরমধ্যে সাইফুল ইসলাম ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা বেগম ৩ ভোট পেয়ে পরাজিত হন। গত ১৪ ডিসেম্বর সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চারজন পুরুষ অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা সদস্য ও তিন শিক্ষক সদস্য নির্বাচিত হয়।