সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উ‌দ্বোধন।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৭১ বার পঠিত

 

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে জাতীয় মৎস‌্য সপ্তাহ-২০২২ এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে প্রথ‌মেই উপ‌জেলা প‌রিষদ চত্ত্বর থে‌কে এক‌টি র‌্যালী বের হ‌য়ে উপ‌জেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত্বরে এ‌সে শেষ হয়। এরপর মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হয়, এরপর উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আনুষ্ঠা‌নিকভা‌বে জাতীয় মৎস‌্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) এর শুভ উ‌দ্বোধন করা হয়।

উপ‌জেলার সফল মৎস‌্য চা‌ষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কে পুরস্কার প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নিরাপদ মা‌ছে ভর‌বো দেশ বঙ্গবন্ধুর বাংলা‌দেশ এই প্রতিপাদ‌্য বিষয়কে সাম‌নে রে‌খে র‌বিবার (২৪ জুলাই) সকাল ৯টা থে‌কে এই সকল অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা মৎস‌্য দপ্তর।

সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: শাখাওয়াত হো‌সেন, উপ‌জে‌লা জাইক‌্যা কর্মকর্তা রিফাদ রিয়াজ, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু প্রমূখ। এছাড়াও স্থানীয় জন প্রতি‌নি‌ধি, গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ ও মৎস‌্যজীবীরা উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জীব রায়‌।এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হয়। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষীদের সাথে
মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

উ‌ল্যেখ‌্য: জাতীয় মৎস‌্য সপ্তাহ উৎযাপন উপল‌ক্ষে গত ২৩ জুলাই ১০ টায় উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রাজীব রায় তার কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।