আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বিদেশ ফেরত ফিরোজ মাতুব্বর (২২) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ মাতুব্বর বড়দিয়া গ্রামের ইউসুফ মাতুব্বরের ছেলে।
বুধবার (২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামের লোকজনের সহযোগিতায় মরদেহ গাছ থেকে নামায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফিরোজ কিছুদিন পূর্বে বিদেশ গমন করে। চার লক্ষ টাকা ব্যয় করে সে বিদেশে গেলেও বেশিদিন সেখানে থাকতে পারেনি। গত ৩ মাস আগে বিদেশ থেকে ফেরত আসে। টাকার শোকে হতাশায় ভুগছিলো ফিরোজ। এইভাবে হতাশাগ্রস্থ হয়ে জীবনের ভারি বোঝার ভার বইতে না পেরে সবার অজান্তেই গভীর রাতে বাড়ির পাশের বাগানের কাঁঠাল গাছের সাথে গলায় রশিদিয়ে আত্মহননের পথ বেছে নেয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।