আকাশ সাহা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম সালথা-নগরকান্দার কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের মেজর (অবঃ) আতমা হালিমের নিজ বাড়িতে এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান, পাশাপাশি সালথা নগরকান্দা এলাকায় দাঙ্গা হাঙ্গামা নিরসনে সবাইকে একসাথে কাজ করার কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, স্বপ্নের পদ্মাসেতু শুধু দক্ষিন বঙ্গের উন্নয়ন না, সারাদেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। মেজর (অবঃ) আতমা হালিম এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সাংবাদিকদের বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ গড়ায় অংশ নিবেন। এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, নগরকান্দা পৌর কমিশনার কাওছার মিয়া, আ’লীগ নেতা আবু বক্কার, যুবলীগ নেতা হাফিজ মাতুব্বর, রাসেল খান, লুৎফর রহমান প্রমূখ। এসময় সালথা নগরকান্দায় কর্মরত প্রেস ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও (মেজর অবঃ) আতমা হালিমের স্ত্রী, পুত্র ও পুত্রবধু উপস্থিত ছিলেন।