আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার কে বিদায়ী সংবর্ধনা ও সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সালথা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
সালথা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী ইউএও কে সম্মাননা স্মারক ও যোগদানকৃত ইউএনও ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি সদ্য যোগদান কৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদ্য যোগদানকৃত ইউএনও মোঃ আক্তার হোসেন শাহিন, বিদায়ী ইউএনও মোছাঃ তাছলিমা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন আইয়ুবী।
আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান ফকির, সাইফুল ইসলাম মারুফ, শফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শরিফুল হাসান, আকাশ সাহা, লিয়াকত হোসেন, মোশারফ হোসেন, আরটি হাসান, জাকির হোসেন, রফিকুল ইসলাম, লাভলু মিয়া প্রমূখ। অনুষ্ঠনটি পরিচালনা করেন, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।