আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিনায় কুমার চাকী, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল হাসান খান সোহাগ, এস আই ফরহাদ হোসেন,সালথা প্রেসক্লাবে আহবায়ক সেলিম মোল্যা,গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দীন,বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন সহ অরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সালথা উপজেলার আইনশৃঙ্খলা আগের চেয়ে বর্তমানে ভালো। উপজেলার আইন-শৃংখলার পরিবেশ ভালো রাখতে সকলে মিলেমিশে একযোগে কাজ করতে হবে। উপজেলার উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে কাজ করতে হবে।