আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ এর নানান আয়োজনে ৫৯ নং ভাসানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ হান্নানের অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন গ্রামে ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলামনাই এসোসিয়েশন কমিটির সভাপতি হাজী মো: জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডক কমিটির সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুনুর রহমান।
এ সময় উপস্থিত বক্তাগন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম,এ হান্নানের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
সহকারী শিক্ষক নার্গিস সুলতানার সঞ্চালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউ আর সি ইন্সট্রাকটর আল মামুন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিতুল আরা,খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুল ইসলাম,দাতা সদস্য হাজী নুর মোহাম্মদ বেপারী,একমি গ্রুপ একমি গ্রুপের মার্কেটিং এজিএম মো: লতিফুর রহমান সোহেল,সোহরাব হোসেন বেপারী,লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুর,আক্তার হোসেন হেনা,মেজবাহ উদ্দিন বেপারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,
শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, সাবেক এবং বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক এম,এ হান্নান কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য এম,এ হান্নান ১৯৮৫ সালে সহকারী শিক্ষক যোগদান করে। ৩ মার্চ ২০১১ সালে ৫৯ নং ভাসানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এম.এ হান্নান যোগদান করে ১৩ বছর কর্ম জীবন অতিবাহিত করে অবসরে যান।