মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কালোরঙের সুজুকি জিকসার ১৫৫ সিসি ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।পরে কাগজপত্র যাচাই-বাছাই করে মোটরসাইকেলের মালিক কে গাড়িটি বুজিয়ে দেওয়া হয়।
পুলিশ সুত্রে জানাযায়, ৭ নভেম্বর ভোর ৫টার দিকে ঢাকা মোহাম্মদপুর স্যার সলিমুল্লা রোডস্থ গ্যারেজ হতে চুরি হয়ে যায়।লোকেশন ট্যাকের মাধ্যমে সিরাজদিখান থানা এলাকায় অনুসন্ধান পেয়ে মোটরসাইকেল মালিক সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এর নিকট এসে সহযোগিতা চাইলে। অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় উদ্ধারকারী কর্মকর্তা এসআই বিল্লাল শেখ উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালি প্রাথমিক বিদ্যালয় রোড হতে মোটরসাইকেল টি উদ্ধার করেন।
এবিষয়ে মোটরসাইকেল উদ্ধারকারী কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই বিল্লাল শেখ জানান,লোকেশন ট্যাকের মাধ্যমে নিশিত হয়ে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালি প্রাথমিক বিদ্যালয় রোড এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করি।পরে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে মোটরসাইকেলের মালিকের নিকট গাড়িটি বুজিয়ে দেওয়া হয়।