মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ ইমরান খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে সোমবার বিকাল ৪টায় সিরাজদিখান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উপ-পরিদর্শক মোহাম্মদ ইমরান খানকে সংবর্ধনা দেওয়া হয়। সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ রোমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল খন্দকার,সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য আরিফ হোসেন হারিছ, শেখ সৈয়দ পাখি। আমন্ত্রিত অতিথীদের মধ্যে বক্তব্য রাখেন এসআই সাদ্দাম মোল্লা, এসআই মিঠুন কুমার দাস, ফখরুল হাসান ফারুক প্রমুখ। এসময় বিদায়ী উপ-পরিদর্শক মোহাম্মদ ইমরান খানের সহধর্মীনি মৃুক্তা খানম তার স্বামীর সুস্থতা ও জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সকলের নিকট দোয়া কামণা করেন।
উল্লেখ্য, ২০২০ সালে সিরাজদিখান থানায় উপ-পরিদর্শক হিসেবে ইমরান খান যোগাদান করেন। যোগদানের পর থেক বদলীর শেষ সময় অবদি সাহসিকতা সাথে আইন-শৃঙ্খলা রক্ষা, একাধিক জটিল মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখাসহ তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। তিন প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক তথা ব্যক্তিগত উদ্যোগে সামাজিক জণসেবামূলক নানা কাজে অংশগ্রহণ করে স্থানীয় জনসাধারণের অন্তরে জায়গা করে নিয়েছেন।
মানবিক হওয়া পুলিশের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের একটি অংশ। তিনি সিরাজদিখান থানায় কর্মরত থাকাবস্থায় জনসাধারণের সাথে ভালো ও বিনয়ী আচরণের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।