মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আঃ করিম গরিব,অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি,লুঙ্গি বিতরন করেন।
বুধবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী
কাকালদি সেনবাড়ী পূজা মন্ডপে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শেখ আঃ করিমের সভাপতিত্বে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর।
এ-সময় প্রধান অতিথি শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ , আইন-শৃঙ্খলা , সিসিটিভি ক্যামেরা স্থাপন ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে সবাই উৎসব পালন করতে পারে এবং কোন প্রকার সমস্যা যেন সৃষ্টি না হতে পারে, এসব বিষয়ে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবকসহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহবান জানান।
এ-সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোস, মুন্সীগঞ্জ জেলা
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মির্জা মোঃ হায়দার নেকবর এসআই মোহাম্মদ ইমরান খান প্রমুখ।