“মাদককে না বলি,মাদক থেকে দূরে থাকি” এ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের আয়োজনে গতকাল শনিবার বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া, (বাগান বাড়ি) মসজিদ সংলগ্ন মাঠে সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা একাদশ দল বনাম বন্ধু মহল সিরাজদিখান দল অংশগ্রহণ করে। টসে জিতে উপজেলা একাদশ দল প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে সব ওইকেটে হারিয়ে ১৬ রান সংগ্রহ করে। পরে প্রতিপক্ষ বন্ধু মহল সিরাজদিখান দল মাঠে নেমে বিনা ওইকেট হারিয়ে ১ ওভারে ১৭ রান সংগ্রহ করে উপজেলা একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত ক্রীকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ। রশুনীয়া ইউনিয়ন আওলামী লীগের সভাপতি সারোয়ার-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক, মঈনুল হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গনি শেখ, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বেপারী, উপজেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ অহিদুল ইসলাম রশুনিয়া ইউয়িন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ পাইলট বেপারী প্রমূখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মঈনুল হাসান নাহিদ। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন, দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল বেপারী।