এস এ আখঞ্জী, তাহিরপুরঃ-
উৎসব মুখর পরিবেশ সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ প্রতিটি কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোটার গণ ভোট প্রয়োগ করেছেন। ভোট গননার ফলাফলে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরুল হুদা মুকুট। তিনি দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসাবে বিজয় অর্জন করেছেন। তার মটর সাইকেল প্রতিকে ৬১২ ভোট পেয়ে বিজয়ী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল কবির রোমেন পেয়েছেন ৬০৪ ভোট।
অন্যদিকে, জেলা পরিষদের ৩নং ওয়ার্ড (তাহিরপুর উপজেলায়) মজিবুর রহমান- তালা মার্কায় ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান উজ্জ্বল ৩২ভোট পেয়েছেন।
৩নং ওয়ার্ডে শতভাগ ভোট কাষ্টিং হয়েছে। এখানে ৯৪জন জনপ্রতিনিধি ভোট প্রয়োগ করেছেন। তন্মধ্যে তাহিরপুর উপজেলা পরিষদের ৩টি,৭টি ইউনিয়ন পরিষদের ৯১জন জনপ্রতিনিধি ভোটার ছিলেন ।
সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ড সংরক্ষিত ‘ (তাহিরপুর, ধর্মপাশা,মর্ধনগর,বিশ্বম্ভপুর) মহিলা আসনে, সেলিনা বেগম বিজয়ী হয়েছেন।সুনামগঞ্জ জেলা পরিষদে ভোটারে সংখ্যা ১২২৯। তার মধ্যে কাস্টিং হয়েছে ১২১৬ ভোট। এসব ভোটারা
সকাল ৯টার সময় থেকে বিকাল ২টা পযর্ন্ত ভোট প্রয়োগ করেছেন। এতে কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকায় দায়িত্ব পালন করছেন।