সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৪ জুন) সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।
বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা খালেক গাফলাদার,মিজানুর রহমান মিজান,আরিফুল ইসলাম রাসেল,যুবলীগ নেতা স্বপন রাম রায়,ফয়সাল সাকিদার আরিফ,সেচ্ছাসেবক লীগ নেতা সুমন সাহা,ছাত্রলীগ নেতা সুমন মিয়া সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াত সন্ত্রাসের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র এখনো বাংলার জনগণ ভুলেনি। আর দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে গেছে, তখন বিএনপি জামায়াতের কুশিলবরা তা মেনে নিতে পারছে না।
তারা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ সম্পন্নসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের পথে। তাদের এসব দেখে গাত্রদাহের সৃষ্টি হয়েছে।