শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে ডিপ্লোমা সার্ভেয়ারদের ৩দিনের অর্ধবেলা কর্মবিরতির মধ্য দিয়ে শেষ হলো অবস্থান ধর্মঘট কালিগঞ্জে ৪৯ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসবের শেষ প্রস্তুতি কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন কাদের সভাপতি,সম্পাদক জামসেদ বকশীগঞ্জে পিতৃ পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে যুব অধিকার পরিষদের কমিটি গঠন  মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোল টেবিল বৈঠক সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন 

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪২২ বার পঠিত

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ জুন) সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।

বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা খালেক গাফলাদার,মিজানুর রহমান মিজান,আরিফুল ইসলাম রাসেল,যুবলীগ নেতা স্বপন রাম রায়,ফয়সাল সাকিদার আরিফ,সেচ্ছাসেবক লীগ নেতা সুমন সাহা,ছাত্রলীগ নেতা সুমন মিয়া সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াত সন্ত্রাসের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র এখনো বাংলার জনগণ ভুলেনি। আর দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে গেছে, তখন বিএনপি জামায়াতের কুশিলবরা তা মেনে নিতে পারছে না।
তারা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ সম্পন্নসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের পথে। তাদের এসব দেখে গাত্রদাহের সৃষ্টি হয়েছে।

তাই বিএনপি-জামায়াত জোট বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়নশীল দেশকে পেছনে নিয়ে যাবার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাদেরকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।