বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী

সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের সারের বাজার মনিটরিং

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৭৬ বার পঠিত
সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের সারের বাজার মনিটরিং
জয়ন্ত সাহা যতন,গাইবান্ধা সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউরিয়া সারসহ কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণে রাখতে দিন-রাত বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন।
গত শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন দোকানে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইউরিয়া, এমওপি, জিবসাম, টিএসপিসহ সকল কৃষি উপকরণের সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করণে মূল্য তালিকা প্রদর্শন করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন মনিটরিং টিম। মনিটরিং এর সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি না নেওয়ার জন্য সারের ডিলারগণকে আহবান জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় সার পাইকারি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা তা যাচাই করা হয়। অতিরিক্ত মূল্যে সার বিক্রি না করতে ব্যবসায়ী নেতাদের ও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এরপরও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। সরকারি নিয়মানুযায়ী ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে সার ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং মূল্য নিয়ে কারসাজি করতে নিষেধ করা হয়। ঊর্ধ্বগতিরোধে বাজারে ইউরিয়া সার মজুদ বন্ধে ও নির্ধারিত মূল্য বাস্তবায়ন করতে নিয়মিত এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মনিটরিং টিম এদিকে বাজারে সারের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেন উপজেলার কৃষক সমাজ।
উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির জানান, ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে বিসিআইসি ডিলার আছে ১৬ হজন। বিএডিসি ডিলার আছে ১৮ জন। খুচরা সার বিক্রেতা ৩১৮ জন। চলতি আগষ্ট মাসে বরাদ্দ রয়েছে ১২ শথ ১০ মেট্রিক টন ইউরিয়া সার। পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। তিনি আরও বলেন বাজার মনিটরিং এর কারণে সারের মূল্য বেশি নেওয়ার আর কোন সুযোগ নেই। বর্তমানে সারের বাজার নিয়ন্ত্রণে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন ধোপাডাঙ্গা, শান্তিরাম ও শ্রীপুর ইউনিয়নের বিসিআইসি রাসায়নিক সার ডিলার পরিদর্শন, মজুদ যাচাই ও সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ প্রদান করা হয়েছে। কৃষকদেরকে প্রতি ইউনিয়নে অবস্থিত বিসিআইসি সার ডিলারের দোকান হতে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ইউরিয়া সার সংগ্রহের পরামর্শ দেয়া হয়েছে। বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সারের কোন সংকট নেই।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।