রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ

সুন্দরগঞ্জে কাঠগড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

জয়ন্ত সাহা যতন ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঠগড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। ওই শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ,সাবেক – বর্তমান শিক্ষার্থীরা এক বর্ণিল আয়োজন করেন।

অশ্রুসিক্ত নয়নে বিভিন্ন ফুলের মালা ও উপহার সামগ্রী দিয়ে মাইক্রোবাসে ওই শিক্ষককে বিদায় জানান সহকর্মী ও শিক্ষার্থীরা।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – শিক্ষক আশরাফুল ইসলাম, রাজকুমার, একরামুল হক, বিপুল কুমার সরকার, শিক্ষার্থী আবু রায়হান, মেহেদী হাসান, অনামিকা, প্রমূখ। এছাড়াও অনেক প্রাক্তন শিক্ষার্থী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্যারের বিদায়কে স্মরণ করে রাখে।

রবিবার সহকারী শিক্ষক সাইফুল ইসলামের চাকরিজীবনের শেষ দিন ছিল। ওই দিন শতশত শিক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়ন ও ভালোবাসায় দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে।

ওই শিক্ষক উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের বাসিন্দা। তিনি কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

বিদায়ী বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সাইফুল ইসলাম স্যার শুধু শিক্ষক ছিলেন না, তিনি পিতার মতো আমাদের স্নেহ করতেন। তার বিদায় আমাদের খুবই মর্মাহত করছে। তিনি না থাকলেও তার দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।

বিদায়ী শিক্ষক সাইফুল ইসলাম তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার দোয়া রেখে গেলাম।তোমরা লেখাপড়া করে যখন অনেক বড় হবে, তখন আমাদের কথা মনে পড়বে।তোমরা নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ ৩৮ বছর এক সঙ্গে চলার পথে যদি কোন ভূলত্রুটি হয়ে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।