জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরসভা এলাকার কৃষক আনোয়ার ইসলামের ৩০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
এ সময় ধান কাটায় অংশ নেয় সুন্দরগঞ্জ পৌর ও সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মিয়া,সুন্দরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক খন্দকার মোঃ মাইদুল ইসলাম,সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের
সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বিপ্লব মিয়া,
সুন্দরগঞ্জ ডিট রাইটার ডব্লিউ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিঠু মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ বাবলু মিয়া,সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ এনামুল হক বিজয় সহ ছাত্রলীগ নেতা রোমান,পল্লব, ইমনসহ আরো অনেকে।
চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেয়ার কর্মসূচি শুরু করেছে।