শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

সুন্দরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা,অতপর ৯৯৯ কল করে রক্ষা পেল সেই গৃহবধু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারিরীক নির্যাতন করার অভিযোগ উঠেছে আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ওই গৃহবধূ ‘৯৯৯’ কল করলে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করেছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত আরাফাত হোসেন বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ ঈমান আলীর ছেলে ও একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করেন। এরই সুযোগে বৃহস্পতিবার দুপুরে উত্তর সাহাবাজ গ্রামের ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আরাফাত হোসেন ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই গৃহবধূর সাথে জোর জবরদস্তিও করে। গৃহবধূ বাঁধা দিলে ব্যর্থ হয়ে তাকে বেধড়ক মারধর করে ওই যুবক। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এসময় ওই গৃহবধূ নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য জাতীয় জরুরী সেবা ‘ট্রিপল নাইনে’ ফোন করে। পরে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ বলেন, ‘আমাকে বাড়িতে একা পেয়ে আরাফাত জোর-জবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করে। আমি আত্মরক্ষার জন্য আরাফাতকে আঘাত করি। এসময় ধর্ষণে ব্যর্থ হয়ে সে আমাকে মারপিট করেন। তখন ইজ্জত রক্ষার জন্য আমি ৯৯৯ কল করি। পরে পুলিশ আমাকে উদ্ধার করে। ‘তিনি আরও বলেন, ‘ওর হাত থেকে বাঁচতে চাই। আমাকে রাস্তা-ঘাটে খুব বিরক্ত করে। আমার স্বামী ঢাকায় থাকে, আমি নিরাপত্তা চাই।

এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,এবিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি,বিষয়টি বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে তদন্ত করে দেখার জন‍্য বলা হয়েছে।

বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জানান থানা থেকে এখনো কোন অভিযোগ পায়নি,তবে হয়তো আজ পাবো।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।