সুন্দরগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টারঃ তেল ও সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা,পৌর জাতীয় পার্টি এবং অঙ্গসহযোগী সকল সংগঠনের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে এক প্রতিবাদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আনছার আলী সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ সরকার রেজা (ডাবলু),জাপা নেতা আবুল হোসেন মাওলানা,আব্দুর মান্নান মন্ডল,কাওছার আজম হান্নু,সহ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।