জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১লা অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সুন্দরগঞ্জ প্রেসক্লাবে ডেল্টা টাইমস্ পত্রিকাটির প্রতিনিধি জাহিদ হাসান জীবনের আয়োজনে এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, প্রচার সম্পাদক এনামুল হক, ক্রীড়া সম্পাদক ও ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিনিধি জাহিদ হাসান জীবন, কার্যনির্বাহী সদস্য শহিদুল আকন্দ, আনিছুর রহমান আগুন, জয়ন্ত সাহা যতন, সদস্য লিয়ন রানা, বিপুল ইসলাম আকাশ, খায়রুল আলম নয়ন, পিন্টু কুমার সরকার, আশাদুল ইসলাম প্রমূখ।