জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।বুধবার সকাল (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে,উপজেলার দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি,হান্নান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু,যুবলীগ নেতা শহীদুল ইসলাম রানা,সামিউর ইসলাম সামু,স্বেচ্ছাসেবক লীগ নেতা আশেকুজ্জামান প্রামানিক তুহিন,আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, জামিউল আনসারী লিংকন,যুব মহিলা মহিলা লীগের সভাপতি আল্পনা গোষ্বামী.শ্রমিক লীগ নেতা গণেশ চন্দ্র শীল.ছাত্রলীগ নেতা রতন মিয়া, রুহুল আমিন প্রামানিক,জুয়েল রানা জিকো, সুমন মিয়া, মাইদুল ইসলাম প্রমূখ।
এ সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।এতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।