জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা-শোভাগঞ্জ ভায়া সুন্দরগঞ্জগামী আঞ্চলিক মহা-সড়কে যাত্রিবাহী বাসচাপায় অটোবাইক ভাংচুর হয়েছে। এ ঘটনায় আজাহার আলী (৫০), মজিবর রহমান (৬০) ও দুদু মিয়া (৪৫) নামে ৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে শোভাগঞ্জ বাজার থেকে ঢাকাগামী জান্নাত পরিবহনের একটি যাত্রিবাহী বাস রওয়ানা করে উক্ত সড়কে পাঁচগাছী শান্তিরাম গ্রামের ফোরকানিয়া বাজারের অদূরে পৌঁঁছিলে বিপরীতি দিক থেকে আসা একটি যাত্রিবাহী অটোবাইককে চাপা দেয়। এতে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোবাইক চালক শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের দুদু মিয়াসহ একই গ্রামের মৃত কাবেজ উদ্দিনের ছেলে আজাহার আলী, নিজাম উদ্দিনের ছেলে মজিবর রহমান আহত হন। তাদের মধ্যে অটোবাইক চালক দুদু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করান স্বজনরা। অপর ২জন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত জান্নাত পরিবহনের বাসটি আটক করা হয়েছে।