জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২৩’বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাশিদুল কবির।বুধবার(৩১সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা বাজারে (মা ষ্টোর) ফুল মিয়ার দোকানে অভিযান চালিয়ে এ মজুদকৃত সার জব্দ করা হয়।
কৃষিবিদ রাশিদুল কবির জানান,গোপন সংবাদে তথ্য পেয়ে বেলকা ইউনিয়নের তালুক বেলকা বাজারে (মা ষ্টোর) ফুল মিয়ার দোকান থেকে লাইসেন্স বিহীন অবৈধভাবে মজুদকৃত ২৩ বস্তা ইউরিয়া সার জব্দ করি।পরে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়ের দিক-নির্দেশনায় দোকানদারকে সর্তকবাণী দিয়ে ঐ এলাকার কৃষকদের মাঝে সরকারি মূল্যে ১১’শ টাকায় বিক্রি করা হয়।এসময় কৃষিবিদ মোঃ রাশিদুল কবির বলেন,বর্তমানে সুন্দরগঞ্জে সারের কোন সংকট নেই।সুন্দরগঞ্জে প্রতিটি ডিলারের কাছে পর্যাপ্ত সার রয়েছে।আপনারা ন্যায্য মূল্যে সার ক্রয় করবেন। কেউ যদি অবৈধভাবে সার মজুদ করে সিন্ডিকেট তৈরি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।অভিযানে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মিজানুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী অফিসার সাদেক হোসেন,ইউপি সদস্য জবেদ আলী,সাংবাদিকসহ কৃষি অফিসে সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তার্গণ।