জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বছর জুড়ে খবরের পেছনে চারিদিকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মনকে একটু প্রশান্তি দিতে এক আনন্দ ভ্রমণের আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিক পরিবার।
বৃহস্পতিবার(১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বেলকা খেয়াঘাট থেকে নৌকা যোগে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনাঘাটের দিকে রওয়ানা হন সুন্দরগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিক ফরহাদুল ইসলামের সৌজন্যে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত আনন্দঘন এ নৌকা যাত্রায় গান, আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন বিভিন্ন জাতীয় এবং স্থানীয় দৈনিকসহ টিভি ও অনলাইনে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বেলা ১ ঘটিকার দিকে সাংবাদিকদের বহনকারী নৌকা চিলমারী এলাকায় পৌঁছলে প্রাকৃতিক দৃশ্য দেখতে ইঞ্জিন নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে সবাই। সেখানে সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিক পরিবারবৃন্দ গ্রুপ ছবি, সেলফি আর সাঁতার কাঁটতে মেতে উঠেন। দুপুরের খাবারও সম্পন্ন করেন ব্রহ্মপুর নদীর বুকে।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বাহান্ন’র আলোর উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার ফরহাদুল ইসলাম, দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, দৈনিক ঢাকা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি হযরত বেল্লাল,এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোকছেদুল আল মামুন,দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি নুর আলম সরকার, দৈনিক গণ কন্ঠের উপজেলা প্রতিনিধি ফাহিম হাসান, দৈনিক শ্যাম বাজারের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,দৈনিক ভোরের সময়ের উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমূখ।