নিজস্ব প্রতিবেদকঃ কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলামঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্ৰামের বাসিন্দা। গ্ৰামের বাড়ি একই উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীর হাট ঘুমারুভীমশীতলা গ্ৰামে পৈতৃক নিবাস। তিনি মাধ্যমিক শিক্ষা জীবন থেকেই কবিতা লেখালেখি শুরু করেন। কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলামের যৌথ কাব্যগ্রন্থ “শত প্রতিভায় আলোকিত নেত্রজল” ও কোলকাতা একুশে বইমেলা-২০২১ ইং শব্দের ফেরিঘাট নামক যৌথ কাব্যগ্রন্থে অসুখী মন কবিতাটি স্থান পায়। তার লেখা কবিতা, নামাজ, পরিবর্তন,বড় মহাজন, অন্তর আঘাত, নারী জাতির সম্মান,কচু পাতার জল, ভাই বড় ধন,সময়,না ফেরার দেশে, ফেসবুকের সুফল ও কুফল সহ প্রায় একশো কবিতা লিখেছেন। তিনি ২০২১ সাল থেকে সাংবাদিকতা পেশায় পদার্পণ করেন। দৈনিক সকাল প্রতিদিন, দৈনিক সময়ের সংলাপ,দৈনিক সকলের বার্তা, দৈনিক প্রচেষ্টা নিউজ, দৈনিক সোনালী সময়, দৈনিক আলোর সকাল, দৈনিক কালনেত্র, দৈনিক পিএইচপি গ্লোবাল নিউজ, দৈনিক নেত্রজল নিউজ, দৈনিক চট্রগ্রামের খবর, দৈনিক মুক্ত বেলা, দৈনিক কলম যোদ্ধা, দৈনিক বাংলার আওয়াজ, দৈনিক জনসংযোগ, দৈনিক একাত্তরের বানীসহ অসংখ্য পত্রিকায় জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে নিরপেক্ষ ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে ব্যাপক সুনাম অর্জন করেন। একজন সাহসী সাংবাদিক হিসেবে অক্লান্ত পরিশ্রম করে কৃতিত্বের সঙ্গে জীবন বাজি রেখে সময়োপযোগী সংবাদ প্রকাশ করায় দৈনিক আলোর সকাল পত্রিকার পক্ষ থেকে অত্র পত্রিকার সম্পাদক মহোদয় আঃ মান্নান সাহেব মোঃ শফিকুল ইসলাম কে সেরা সংবাদকর্মী-২০২৪ সম্মাননা প্রদান করেন। কবি ও সাংবাদিক মোঃ শফিকুল এই গৌরব অর্জন করায় দৈনিক আলোর সকাল পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।