আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধিঃ
সৌদি কর্তৃপক্ষ জেদ্দা ইসলামিক বন্দর দিয়ে আসা প্রায় ১৫ মিলিয়ন অ্যামফিটামিন (ইয়াবা) ট্যাবলেট পাচার করার সময় আটক করেছেন ।
সৌদি জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, বিদেশ থেকে আসা একটি বাণিজ্যিক চালানে লুকিয়ে রাখা অবস্থায় ১৪,৯৭৬,০০০ পিছ অ্যামফিটামিন (ইয়াবা)ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাচারকৃত অ্যামফিটামিন (ইয়াবা) ট্যাবলেট গুলো কংক্রিটের ব্লকের তৈরির একটি মেশিনে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এবং তা বহন করে সৌদিআরবে প্রবেশ করানো হয়েছিল।
জেডটিসিএ নিরাপত্তা কর্তৃপক্ষের নিকট একটি গোপন সংবাদ আসলে তারা ঔ ব্যক্তির ঠিকানা কঠোরভাবে ট্রেস করার পরে, উক্ত বিপুল পরিমাণে অ্যামফিটামিন (ইয়াবা)ট্যাবলেটসহ একজনকে আটক করতে সক্ষম হন।