আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি:
সৌদিআরবের বন্দরনগরী জেদ্দাতে অবৈধ ভাবে গাছ কেটে কয়লা তৈরি করার অপরাধে পরিবেশগত নিরাপত্তার বিশেষ বাহিনীকর্তৃক এক পাকিস্তানি ও এক ইথিওপিয়ান নাগরিকত্বের প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুইজনের জিম্মায় দুইশত ঘনমিটারের বেশি স্থানীয় জ্বালানী কাঠ এবং সাতশত কিউবিক মিটারের বেশি স্থানীয় কয়লা পাওয়া গেছে।
পরিবেশগত নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ফোর্সের অফিসিয়াল মুখপাত্র কর্নেল আব্দুল রহমান আল-ওতাইবি বলেছেন যে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে এবং লঙ্ঘনকারীদের নিকট হতে জব্দকৃত কাঠকয়লা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে বন থেকে গাছ কাটার জন্য জরিমানা বাবদ ২০ হাজার সৌদি রিয়াল, এবং স্থানীয় জ্বালানী কাঠ এবং কয়লা সংরক্ষণের জন্য প্রতি ঘনমিটার ১৬ হাজার সৌদি রিয়াল জরিমানা ধার্য করা হয়েছে ।