আব্দুল্লাহ আল মামুন, ক্রাইম রিপোর্টার সৌদিআরবঃ
সৌদিআরবের রাজধানী রিয়াদে স্বর্ণের গয়না চুরি এবং ইলেকট্রনিক কার্ড (এটিএম কার্ড ) আর্থিক জালিয়াতি করার দায়ে দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করে ।
রিয়াদ পুলিশ একজন সিরিয়ান নাগরিক ও একজন জর্ডানের নাগরিককে স্বর্ণের গয়না চুরি এবং ইলেকট্রনিক (এটিএম কার্ড) তৈরি করে আর্থিক জালিয়াতি করার অপরাধে উক্ত দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ।
একটি বাড়ি থেকে তারা এসব স্বর্ণের গয়না চুরি করাসহ,(এটিএম কার্ড)তৈরি করে ইলেকট্রনিক আর্থিক জালিয়াতি করে এবং একজন সিরিয়ার নাগরিকত্বের বাসিন্দার মাধ্যমে সৌদির বাইরে অর্থ পাচার করে আসছিল ।
উক্ত দুই অপরাধীদের নিকট হতে উদ্ধার করা হয় ৪ লক্ষ ৫০ হাজার সৌদি রিয়াল, ৬টি স্বর্ণের বার এবং ১৬টি এটিএম কার্ড ।
গ্রেপ্তারকৃত দুই প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।