আব্দুল্লাহ আল মামুন,নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবের আল জুবাইল শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশিসহ চার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক।
বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়)
এ দুর্ঘটনাটি সংঘটিত হয় ।
নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হচ্ছেন সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে।
জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে সৌদি আরবের আল জুবাইলে যান সোহেল।গত বৃহস্পতিবার রাতে একটি ক্যামিকেল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন তিনি। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ সময় সোহেল দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় সোহেলসহ চার জনের মৃত্যু হয়েছে।
নিহত বাংলাদেশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।
নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।