আব্দুল্লাহ আল মামুন (সৌদিআরব) ক্রাইম রিপোর্টারঃ
সৌদিআরবের পবিত্র মক্কায় নিখোঁজ এক বার্মিজ(মিয়ানমার)মেয়ে শিশুর সন্ধান করতে গিয়ে সম্পৃক্ত অপহরণকারী পাকিস্তানি এক মহিলাকে গ্রেপ্তার করেছে মক্কার আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী।
পুলিশ জানিয়েছে, বার্মিজ মেয়ে শিশু নিখোঁজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর একজন পাকিস্তানি প্রবাসী মহিলাকে গ্রেপ্তার করা হয়।
মক্কা পুলিশ আরও জানিয়েছে যে,নিখোঁজ হওয়া উক্ত বার্মিজ মেয়ে শিশুকে গতকাল পবিত্র মক্কা নগরীর একটি পাবলিক প্লেস থেকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে।
অপরদিকে অভিযুক্ত পাকিস্তানি প্রবাসী নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।