আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি:
সৌদিআরবে বন্দরনগরী জেদ্দাতে সড়ক দুর্ঘটনায় মো: মাঈনুদ্দীন (৩৫)নামে এক রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে I
নিহত মো: মাঈনুদ্দীন রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার সন্তান I
গতকাল সোমবার ১৭ অক্টোবর বাংলাদেশ সময় সকালে সৌদিআরবের জেদ্দা শহরে একটি সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারায় I জানা যায়, প্রতিদিনের ন্যায় সেদিনও সকালে গাড়িতে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন মো: মাঈনুদ্দীন, এসময় তাকে বহণ করা গাড়িটিকে পিছন দিক দিয়ে আসা দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় I
গত ১৫ মাস আগে ধারদেনা করে পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে সৌদিআরব পাড়ি জমান মাঈনুদ্দীন I
তার মৃত্যুর সংবাদে পরিবারসহ এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া I মাঈনুদ্দীনের স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে I
নিহতের মরদেহ বাংলাদেশে পাঠাতে প্রক্রিয়া চলছে বলে জানা গেছে, স্থানীয় হাসপাতালের হিম ঘরে মাঈনুদ্দীনের মরদেহ সংরক্ষিত করা হয়েছে I