আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধিঃ
সৌদিআরবের পবিত্র মক্কায় একটি সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৬) নামে এক রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম (২৬) ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের মো:ইলিয়াছ ও আতরের নেছা দম্পতীর সন্তান।
জানা যায়, জাহাঙ্গীর জেদ্দায় একজনের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন,চার বছর আগে তিনি সৌদি আরব পাড়ি জমান।শনিবার বিকেলে জেদ্দা শহর থেকে পবিত্র মক্কার দিকে যাচ্ছিল জাহাঙ্গীর।পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
পাঁচ ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন সবার ছোট, চার ভাই বিবাহিত। আগামী বছর তার বিয়ে দেবার সকল পরিকল্পনা করেছিল তার পরিবার ও পরিবারের সবচেয়ে ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর হয়ে বিলাপ করছে পরিবারের সকলে।
জাহাঙ্গীরের মা আতরের নেছা কান্নাজড়িত কন্ঠে বিলাপ করতে করতে বলেন, ছোট ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের,ভেবেছিলাম আগামী বছর ছেলেকে বাংলাদেশে এনে বিয়ে দেব। তার আগেই আমাদের ছেড়ে চলে গেল।
এদিকে জাহাঙ্গীরের লাশ পেতে সরকার ও দূতাবাসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন শোকাহত পরিবার।